তুমি আসবে বলে , কৃষ্ঞচূড়ার মগডালের নিচে , বসে আমি | কোথায় এখনও তো আসলে না তুমি ! তুমি আসবে বলে , গাছটি ভরে গিয়ে ছিলো কৃষ্ঞচূড়া ফুলে | একদিন ঝড়ে গেল তা , তারপর গজালো নতুন পাতা | অবশেষে রইলো না তা , আস্তে আস্তে ধরিল গাছে ফল , পড়ন্ত বিকেলে আসল পাখির দল | কোথায় এখনও আসলে না তুমি ! তুমি হীনা বৃষ্টিতে ভিজে নেইকো মজা , অপেক্ষার মতো দিনে অনেক বড়ো সাজা | #কল্পনায়_তুমি_সিরিজ