পোস্টগুলি

মে, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

অনুকাব্য

অন্ধকারকে আজ করেছি আলিঙ্গন, তোমাকে হারিয়ে। ধোয়ার মাঝে ধুঁকছি আমি, আনবে না কেউ ফিরিয়ে। #আমার_অনুকাব্য
খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ভাবনায় নীলাঞ্জনা সিরিজের কবিতাগুলো

অনুকাব্য

তুমি থাকো মিশে জীবনের সবটায় , থাকো তুমি এ বুকের বাম পাশটায় |

অনুকাব্য

জানি তুই আমায় একটুও বাসিস না ভালো , তবু তোর নামেই মন মন্দিরে জ্বালাই আলো | কেন জানিনা তোর প্রতি আমার এত টান , কিন্তু তোর দিক থেকে শুধুই আমার প্রতি মান অভিমান |

«জানি আসবেই»

ছবি
  আর কতো ক্ষণ অপেক্ষা করবো ,বলতে পারো ? এক গুচ্ছ লাল গোলাপ আর ভালোবাসার খামে আবৃত চিঠিটা নিয়ে | সূর্য চলে গেল , চন্দ্র এলো , তবু তুমি এলে না ! বিদায় জানালো আমার পাশের ছায়াটাও , এখন শুধু আমি একা দাড়িয়ে | সবকিছু চলে যেতে পারে , জানি তুমি আসবেই | সে আশায় আমি- আজো ভালবাসার হাত বাড়িয়ে |

«|আমার আশা|»

ছবি
যেখানেই আমি সেখানেই তুমি , কী ছিল তার মানে, আমি বুঝিনি | তাই বলে এই ভেবো না খুজিনি ! অভিধানে,সংবিধানে প্রায় সবখানে- খুজে চলেছি আজো নিরন্তর , পাবো খুজে এর মানে আশায় আমার অন্তর |

«আমার নীরব বিদায়»

ছবি
তোমার কপালের ভাঁজ আমাকে ভাবায় , তোমার অশ্রুসিক্ত চোখ আমায় কাঁদায় , তোমার হাসিহীন মুখ করে আমায় বিচলিত , চিন্তিত থাকি তোমায় নিয়ে অবিরত | তবুও কি তুমি বলবে তোমায় ভালোবাসি না , তবে তো আমি কষ্ট পাবো | এতে কি তোমার কিছু আসে যাবে না , তাহলে তো আমি একলা হবো | বলো তুমি তাই কি চাও ? একাকিত্ত্বের বিশাল সমুদ্রে আমি ডুবে যায় | তাহলে যতো খুশি ততো কষ্টে দাও , হয়ে যাক আমার নীরব বিদায় | #কল্পনায়_তুমি_সিরিজ

{«অপেক্ষায় আমি»}

ছবি
তুমি আসবে বলে , কৃষ্ঞচূড়ার মগডালের নিচে , বসে আমি | কোথায় এখনও তো আসলে না তুমি ! তুমি আসবে বলে , গাছটি ভরে গিয়ে ছিলো কৃষ্ঞচূড়া ফুলে | একদিন ঝড়ে গেল তা , তারপর গজালো নতুন পাতা | অবশেষে রইলো না তা , আস্তে আস্তে ধরিল গাছে ফল , পড়ন্ত বিকেলে আসল পাখির দল | কোথায় এখনও আসলে না তুমি ! তুমি হীনা বৃষ্টিতে ভিজে নেইকো মজা , অপেক্ষার মতো দিনে অনেক বড়ো সাজা | #কল্পনায়_তুমি_সিরিজ

«{বিবর্ণ ভালবাসা}»

ছবি
আমি আজ রংহীন রং পেণ্সিল , এক দিন আমার সব ছিল সব - সুখ শান্তি আনন্দ উৎসব | ভালোই তো ছিলাম সেই দিন গুলোতে | হঠাৎ তুই আসলি এই জীবনে ! আমি আরো রঙিন হলাম | রাঙালী তোর ভালবাসায় , রঙিন ভালবাসায় ভাসতে থাকলাম | কিন্তু হঠাৎ বিয়োগ ঝড় ! কাপলাম আমি থরথর | আমার পৃথিবী আজ চূর্ণ-বিচূর্ণ , ভালবাসা আজ বড্ড বিবর্ণ | #রংহীন_রং_পেণ্সিল_সিরিজ কবিতাটির আবৃত্তি শুনতে : https://youtu.be/PYKiLXyN3vM 

"তুমি শ্রেষ্ঠ"

ছবি
অন্ধকারে আলো তুমি মুহাম্মদ রাসূল , কালো পৃথিবী আলো করে ফুটিয়েছিলে পবিত্র ফুল । স্বয়ং আল্লাহ তোমায় দিয়েছেন নূর , সবসময় ছড়িয়েছ তুমি রাতদিন ভোর । তুমি নয়কো নূরের তৈরি তুমিও মানুষ , তোমায় অনুসরণ করতে পারিনা এটা আমাদের দোষ !

অসহায় আমি

ছবি
সবুজ অরণ্যে পায় তোমার খোঁজ , অনুভবেই বুঝি তোমায় রোজ। সৃষ্টিতে খুঁজে পায় তোমার মহিমা , ভুলগুলো তোমার মহিমায় কর ক্ষমা। বাতাসেই বুঝি তোমার ভালোবাসা, তোমায় ঘিরেই জন্মে নতুন আশা ! তোমার দয়া ছাড়া আমি কিভাবে বাঁচবো? শান্তি ছাড়া আমি কি করে হাসবো? তাই তোমার পায়েই লুটে পড়ে শির , মসজিদই হলো চির শান্তির নীড়