«আমার নীরব বিদায়»


তোমার কপালের ভাঁজ আমাকে ভাবায় ,
তোমার অশ্রুসিক্ত চোখ আমায় কাঁদায় ,
তোমার হাসিহীন মুখ করে আমায় বিচলিত ,
চিন্তিত থাকি তোমায় নিয়ে অবিরত |
তবুও কি তুমি বলবে তোমায় ভালোবাসি না ,
তবে তো আমি কষ্ট পাবো |
এতে কি তোমার কিছু আসে যাবে না ,
তাহলে তো আমি একলা হবো |
বলো তুমি তাই কি চাও ?
একাকিত্ত্বের বিশাল সমুদ্রে আমি ডুবে যায় |
তাহলে যতো খুশি ততো কষ্টে দাও ,
হয়ে যাক আমার নীরব বিদায় |
#কল্পনায়_তুমি_সিরিজ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

অসহায় আমি

«|আমার আশা|»