«{বিবর্ণ ভালবাসা}»
আমি আজ রংহীন রং পেণ্সিল ,
এক দিন আমার সব ছিল সব -
সুখ শান্তি আনন্দ উৎসব |
ভালোই তো ছিলাম সেই দিন গুলোতে |
হঠাৎ তুই আসলি এই জীবনে !
আমি আরো রঙিন হলাম |
রাঙালী তোর ভালবাসায় ,
রঙিন ভালবাসায় ভাসতে থাকলাম |
কিন্তু হঠাৎ বিয়োগ ঝড় !
কাপলাম আমি থরথর |
আমার পৃথিবী আজ চূর্ণ-বিচূর্ণ ,
ভালবাসা আজ বড্ড বিবর্ণ |
#রংহীন_রং_পেণ্সিল_সিরিজ
কবিতাটির আবৃত্তি শুনতে :https://youtu.be/PYKiLXyN3vM
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন