আর কতো ক্ষণ অপেক্ষা করবো ,বলতে পারো ?
এক গুচ্ছ লাল গোলাপ আর ভালোবাসার খামে আবৃত চিঠিটা নিয়ে |
সূর্য চলে গেল , চন্দ্র এলো ,
তবু তুমি এলে না !
বিদায় জানালো আমার পাশের ছায়াটাও ,
এখন শুধু আমি একা দাড়িয়ে |
সবকিছু চলে যেতে পারে ,
জানি তুমি আসবেই |
সে আশায় আমি-
আজো ভালবাসার হাত বাড়িয়ে |
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন