"তুমি শ্রেষ্ঠ"




অন্ধকারে আলো তুমি
মুহাম্মদ রাসূল ,
কালো পৃথিবী আলো
করে ফুটিয়েছিলে
পবিত্র ফুল ।
স্বয়ং আল্লাহ তোমায়
দিয়েছেন নূর ,
সবসময় ছড়িয়েছ তুমি
রাতদিন ভোর ।
তুমি নয়কো নূরের
তৈরি তুমিও মানুষ ,
তোমায় অনুসরণ করতে
পারিনা এটা আমাদের
দোষ !

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

«আমার নীরব বিদায়»

অসহায় আমি

«|আমার আশা|»