অসহায় আমি





সবুজ অরণ্যে পায় তোমার খোঁজ ,
অনুভবেই বুঝি তোমায় রোজ।
সৃষ্টিতে খুঁজে পায় তোমার মহিমা ,
ভুলগুলো তোমার মহিমায় কর ক্ষমা।
বাতাসেই বুঝি তোমার ভালোবাসা,
তোমায় ঘিরেই জন্মে নতুন আশা !
তোমার দয়া ছাড়া আমি কিভাবে বাঁচবো?
শান্তি ছাড়া আমি কি করে হাসবো?
তাই তোমার পায়েই লুটে পড়ে শির ,
মসজিদই হলো চির শান্তির নীড়

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

«আমার নীরব বিদায়»

«|আমার আশা|»