«|আমার আশা|»



যেখানেই আমি সেখানেই তুমি ,
কী ছিল তার মানে, আমি বুঝিনি |
তাই বলে এই ভেবো না খুজিনি !
অভিধানে,সংবিধানে প্রায় সবখানে-
খুজে চলেছি আজো নিরন্তর ,
পাবো খুজে এর মানে আশায় আমার অন্তর |

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

«আমার নীরব বিদায়»

অসহায় আমি