পোস্টগুলি

আকাশ অনেক মেঘলা এখন, মেঘলা আমার মন৷ খুব করে চাইছি আমি, হোক না তুমুল বর্ষণ ৷ #অনুকাব্যে_শাহিদুল
রোজ সকালে,তোমার কপালে, ছোঁয়াব আমার ওষ্ঠ ৷ বুঝাবো তোমায় সব হিসেবে, আমার ভালোবাসাই শ্রেষ্ঠ ৷ #অনুকাব্যে_শাহিদুল
শুনি না বহুকাল তার কণ্ঠ, শুনতে চায়ছে মনটা৷ প্রাণ যায় , প্রাণ যায়, এই বুঝি গেল প্রাণটা৷
আজো থাকো তুমি আমার অন্তরে, থাকো খুব নীরবে। ভাবি নি তুমি চলে যাবে! একলা করে এভাবে।
সম্পর্কের খুব গভীরে চাইনি যেতে- তবুও গিয়েছি চলে। ভালবাসি কথাটি চাইনি বলতে- তবুও দিয়েছি বলে।
ইচ্ছে করেই তুমি হারিয়ে গেলে- আমি খুঁজবো কেন? আমি না হয় থেকে যাবো- আমার অভিমানে।